শৈলকুপায় নারীর লাশ উদ্ধার
ঝিনাইদহের শৈলকুপার বিষ্ণুপুর গ্রামে আঙ্গুরা বেগম (২২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আঙ্গুরা একই গ্রামের আবু বক্কর শেখের স্ত্রী।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে ।
শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, উপজেলার বিষ্ণুপুর গ্রামের আবু বক্কর শেখের সঙ্গে পার্শ্ববর্তী তামিনগর গ্রামের নুরুল ইসলামের মেয়ে আঙ্গুরা বেগমের দুই বছর আগে বিয়ে হয়। সোমবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়েছেন জানিয়ে তাঁর (আঙ্গুরার) বাবার বাড়িতে খবর দেওয়া হয়। পরের দিন সকালে আঙ্গুরা বেগমের লাশ উদ্ধার করা হয়।
এসআই এমদাদুল জানিয়েছেন, আঙ্গুরা বেগমের বাবা নুরুল ইসলাম অভিযোগ করেছেন তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে। লাশের ময়নাতদন্ত ঝিনাইদহ সদর হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে। তবে এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানায়নি পুলিশ।