‘বর্ষা শুরুর আগেই চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বিশেষ উদ্যোগ’
বর্ষা শুরুর আগেই চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, একই সঙ্গে ঢাকার তুরাগ, বুড়িগঙ্গা ও চট্টগ্রামের কর্ণফুলীসহ সব নদীর দখল-দুষণমুক্ত নাব্যতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে ‘নগরীর জলাবদ্ধতা নিরসন ও চলমান উন্নয়ন কর্মকাণ্ড’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন এলজিআরডিমন্ত্রী।
এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল, সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এম ফজলুল্লাহ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামকে অবহেলিত রেখে দেশের উন্নয়নের স্বপ্ন দেখেন না। এই অঞ্চলকে অর্থনীতির দ্বার মন্তব্য করে উন্নয়ন কাজে যখন যে প্রকল্প উপস্থাপন করা হয়েছে সেটিই গ্রহণ করেছে সরকার। এসব প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।
চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্প সম্পূর্ণ বাস্তবায়ন সময় সাপেক্ষ হলেও আগামী বর্ষা মৌসুমকে সামনে রেখে জন ভোগান্তি কমানোসহ নদীগুলোর ব্যাপারে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তাজুল ইসলাম।