এমপি লিটনকে শিগগিরই গ্রেপ্তার : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ফাইল ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আদালতের নির্দেশনা মেনে শিশুকে গুলি করার মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে সহসাই গ্রেপ্তার করা হবে। আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সচিবালয়ে এদিন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।
এর আগে এমপি লিটনকে দেওয়া বিচারিক আদালতে আত্মসমর্পণে হাইকোর্টের আদেশ স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে ক্ষমতাসীন দলের এই সংসদ সদস্যকে গ্রেপ্তারে আর কোনো বাধা থাকল না বলে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ২ অক্টোবর গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত মঞ্জুরুল ইসলাম লিটনের গুলিতে আহত হয় শিশু সৌরভ।