বোমা ফাটিয়ে থানার পাশের সোনার দোকানে ডাকাতি

শরীয়তপুর জেলা শহরের পালং মধ্য বাজারে সন্ধ্যারাতে হাতবোমা ফাটিয়ে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত ৮টার দিকে শহরের ‘প্রিয়া গিনি ঘর’ নামে সোনার দোকানে এ ডাকাতির ঘটনা ঘটে। দোকানটি সদর থানার ১০০ গজ দক্ষিণে অবস্থিত।
এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে দোকান মালিক শিমুল রায় গুরুতর আহত হন। তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ লাইন এলাকা থেকে ছয়জনকে আটক করা হয়েছে। পুলিশ দাবি করেছে, তাঁদের কাছ থেকে সোনার জিনিসপত্র ও হাতবোমা উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে ওই সড়কে লোক সমাগম কমে এলে ডাকাতরা ককটেল বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং তার পরই সোনার দোকানে ঢুকে লুটপাট চালায়।
দোকানমালিক শিমুল রায় এনটিভি অনলাইনকে বলেন, ‘চাপাতি ও দা হাতে নিয়ে কয়েক যুবক দোকানে প্রবেশ করে এবং আমার হাতে কোপ মারে। আমি মাটিতে পড়ে গেলে তারা সুকেস ভেঙে সব সোনার জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।’
শরীয়তপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার এহসান শাহ বলেন, ‘ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ লাইনের সামনের সড়ক থেকে ছয় ডাকাতকে আটক করা হয়েছে। তাদের কাছে কিছু সোনার জিনিস পাওয়া যায়। এ ছাড়া ডাকাতদের সঙ্গে কিছু ককটেলও পাওয়া গেছে।’