অ্যাটকো সভাপতির মুক্তির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো)সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা এনটিভি দর্শক ফোরাম।
আজ বুধবার দুপুরে নাগেশ্বরী উপজেলা শহরে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন এনটিভির দর্শক ফোরামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় বক্তব্য দেন দর্শক ফোরামের সভাপতি শফিউল আলম শফি, অধ্যাপক গোলাম রসুল রাজা, আপেল মাহমুদসহ সাংবাদিক ও বিভিন্ন পেশার নেতারা।
বক্তারা অবিলম্বে মোসাদ্দেক আলীর মুক্তি দাবি করেন।