সুযোগ পেলেই ছোবল দেবে বিএনপি : তথ্যমন্ত্রী
বিএনপি সাময়িক বিরতি দিয়ে আবার সন্ত্রাসী কর্মকাণ্ডের সুযোগ খুঁজছে বলে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘বিএনপির যে ধ্বংসাত্মক রাজনীতি, সেটিতে সাময়িকভাবে বিরতি দিলেও তারা সুযোগ পেলেই আবার জনগণের ওপর ছোবল দেবে।’
আজ শুক্রবার চট্টগ্রামে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ড. হাছান মাহমুদ।
এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘রিজভী আহমেদ যে কথা বলেছেন, তাতে এটিই প্রমাণ হয়, তাঁরা সাময়িকভাবে তাঁদের যে ধ্বংসাত্মক রাজনীতি, সেটিতে বিরতি দিলেও তাঁদের যে জ্বালাও-পোড়াও রাজনীতি, অগ্নিসন্ত্রাসের রাজনীতি, মানুষের সম্পত্তি ধ্বংস করার রাজনীতি, পেট্রল ঢেলে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার যে রাজনীতি, সেটিতে সাময়িকভাবে বিরতি দিলেও তাঁরা সুযোগ পেলেই আবার জনগণের ওপর ছোবল দেবে। এটি বলার মাধ্যমে তাঁরা যে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছেন, সেটিই তিনি প্রমাণ করেছেন। আমি মনে করি, বিষয়টি অত্যন্ত ভাবার।’