অনশনে অসুস্থ হয়ে পড়ছেন মেডিকেলে ভর্তীচ্ছুরা
নতুন করে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন ভর্তীচ্ছু শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো চলছে তাঁদের অনশন কর্মসূচি।
গতকাল বুধবার বেলা ১১টা থেকে অনশন কর্মসূচি পালন করতে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অবস্থান নেন শিক্ষার্থী ও অভিভাবকরা। গতকাল রাতেও তাঁরা সেখানেই অবস্থান করেন।
দ্বিতীয় দিনের মতো চলা এ অনশনে আন্দোলনকারী বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের স্যালাইন দেওয়া হচ্ছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
এ বছরের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ১৮ সেপ্টেম্বর। এর পরদিন থেকেই প্রশ্ন ফাঁসের অভিযোগে আন্দোলন করছেন ভর্তীচ্ছু শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা। পরীক্ষা বাতিল করে আবার ভর্তি পরীক্ষার দাবিতে আজ ২৭ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা।
কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর বরাবরই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অস্বীকার করে আসছে। প্রশ্ন ফাঁসের নানা রকম তথ্য-প্রমাণ হাজির করা হলেও স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এ আন্দোলন অযৌক্তিক।