পঞ্চগড়ে আগুনে পুড়ল ১৯ ঘর, দগ্ধ ২
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ১০ পরিবারের ১৯টি ঘর পুড়ে গেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়েছেন দুজন। আজ বুধবার ভোররাতে উপজেলার চিলাহাটি ইউনিয়নের সরকারপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
দগ্ধ দেলোয়ার হোসেন (৪৫) ও বেদেনা বেগমকে (৩৮) দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চিলাহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শহিদুল আলম এনটিভি অনলাইনকে জানান, গ্রামের লোকমান হোসেনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে আসবাবপত্র, টাকা, ধান-চাল পুড়ে গেছে।
পরে ডোমার উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আলী খান জানান, আগুন লাগার সময় টের না পাওয়ায় দুজন দগ্ধ হয়েছেন।