ঝিনাইদহে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
উপজেলা নির্বাচনকে ঘিরে ঝিনাইদহের হাটগোপালপুর বাজার ও তিয়েড়দাহ গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় ১৫টি দোকানসহ অন্তত ৩০টি বাড়ি ভাঙচুর ও একটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়।
গতকাল শনিবার রাতে ও আজ রোববার ভোরে দুই দফায় এই ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নিজামুল গনি লিটু ও সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ্বাসের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গতকাল রাত ১০টার দিকে হাটগোপালপুর বাজারে বিকাশ বিশ্বাসের সমর্থকরা প্রতিপক্ষের অন্তত পাঁচটি দোকান ও ১০টি বাড়ি ভাঙচুর করে এবং একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনার জের ধরে আজ ভোর ৪টার দিকে চেয়ারম্যান নিজামুল গনি লিটুর সমর্থকরা জোটবদ্ধ হয়ে ইউনিয়নের তিয়েড়দাহ গ্রামে হামলা চালায়। হামলায় প্রতিপক্ষের অন্তত ১৫টি বাড়ি ভাঙচুর করা হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, উভয় পক্ষই আওয়ামী লীগের সমর্থক। উপজেলা নির্বাচনকে ঘিরে দুই পক্ষই এলাকায় সংঘাতে জড়িয়ে পড়েছে বলেও জানায় পুলিশ।
ঘটনাস্থল হাটগোপালপুর বাজার থেকে আশপাশের বিভিন্ন অঞ্চলে চাল সরবরাহ করা হয়ে থাকে। এখানে রয়েছে বড় বড় চালকল ও চাতাল। সংঘর্ষের কারণে সেগুলো বন্ধ হয়ে যায়। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবসায়ীদের মধ্যে।