সুন্দরবনে অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কালিরচরে অভিযান চালিয়ে ফরিদ মোল্লা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁর কাছ থেকে চারটি অস্ত্র উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে সুন্দরবনের কাঠেশ্বর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব ৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুল হক জানান, ফরিদ মোল্লা দস্যুদল আমিরবাহিনীর সদস্য। তাঁর বিরুদ্ধে হত্যাসহ মুক্তিপণ আদায়ের কয়েকটি অভিযোগ রয়েছে। তিনি শ্যামনগর উপজেলার সোরা গ্রামের বাসিন্দা।
বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এস এম শোয়াইব খান জানান, র্যাব ও বনবিভাগের যৌথ অভিযান চলাকালে ফরিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি দেশি ও দুটি বিদেশি বন্দুক উদ্ধার করা হয়।