জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে নাজিমুল ইসলাম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক গোলাম সারোয়ার জনাকীর্ণ আদালতে এ রায় দেন। দণ্ডাদেশ পাওয়া নাজিমুল পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ২৮ আগস্ট দুপুরে পাঁচবিবির কুটাহাড়া গ্রামের বাসিন্দা নাজিমুল ইসলাম আট বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজ বাড়ির শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করেন। এতে শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পরে ওই ঘটনায় ১১ সেপ্টেম্বর নির্যাতিতার বাবা নাজিমুলকে আসামি করে পাঁচবিবি থানায় ধর্ষণ মামলা করেন। ওই মামলার তদন্ত শেষে একই বছরের ১০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আজ এ মামলার রায় দেওয়া হলো।