কালীগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধার আত্মহত্যা!
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃদ্ধার কোনো পরিচয় পাওয়া যায়নি।
মোবারকগঞ্জ স্টেশন মাস্টার নজরুল ইসলাম জানান, ওই বৃদ্ধা বেশ কিছুক্ষণ ধরে স্টেশন এলাকায় ঘোরাঘুরি করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ইয়ার্ডে পৌঁছানো মাত্রই তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে তাঁর মাথা ও হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাঁর পরনে একটি রঙিন শাড়ি ও কালো রঙের বোরকা পরা ছিল বলে স্টেশন মাস্টার জানান।