ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১২
ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় ১২ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শৈলকুপা উপজেলার রূপদাহ গ্রামে এ ঘটনা ঘটে।
শৈলকুপা থানার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন জানান, শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ফারুখ হোসেন এবং সাবেক চেয়ারম্যান এলাকার আওয়ামী লীগ নেতা মফিজ উদ্দিনের সমর্থকদের মধ্যে নৌকা ও দলীয় বিদ্রোহী প্রার্থীর আনারস প্রতীকে ভোট করা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে উভয়পক্ষের লোকজন রুপদাহ গ্রামে সংঘর্ষে লিপ্ত হয়। এতে নারীসহ অন্তত ১২ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে তিনজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।