জামালপুরে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু
জামালপুরে পেট্রলের আগুনে দগ্ধ ব্যবসায়ী শহীদুর রহমান শহীদ (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেল বার্ন ইউনিটে তিনি মারা যান। শহীদ জামালপুর সদর উপজেলার নান্দিনা নয়াপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
গত ১৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর সদর উপজেলার নান্দিনা পশ্চিম বাজারে এক পেট্রলের দোকানে হঠাৎ আগুন লাগে। অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে যায়। এ সময় দোকানমালিক শহীদুর রহমান শহীদ দগ্ধ হন।
গুরুতর আহতাবস্থায় তাঁকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।