নটর ডেম কলেজে ব্যবসা উৎসব শুরু
দেশের প্রথম ব্যবসা উৎসব ‘প্রাণ ফ্রুটো প্রথম বিজনেস ফেস্ট বাংলাদেশ ২০১৫’ আজ শুক্রবার থেকে শুরু হলো। দেশের সবচেয়ে পুরাতন বিজনেস ক্লাব ‘নটর ডেম বিজনেস ক্লাব’ আয়োজিত এই বিজনেস উৎসব দুদিন ধরে চলবে। এতে দেশের শীর্ষস্থানীয় স্কুল ও কলেজ অংশ নিয়েছে।
আজ সকাল ১০টায় নটর ডেম কলেজ মিলনায়তনে আয়োজিত বিজনেস ফেস্টিভাল উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক শামীম আহসান। আজ বেসিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে শামীম আহসান বলেন, বেশির ভাগ ব্যবসায় উদ্যোগ কোটি টাকা দিয়ে শুরু হয় না। শুরু হয় সাধারণ মানুষের স্বপ্ন আর ইচ্ছাশক্তি নিয়ে। আর এই স্বপ্ন সফলতা পায় কিছু মৌলিক বিষয় বাস্তবায়নের মধ্য দিয়ে। তাই শিক্ষার্থীদের এখনই স্বপ্ন দেখতে হবে। যথাযথ সময় এলে তা বাস্তবায়নে অদম্য ইচ্ছাশক্তি নিয়ে এগিয়ে যেতে হবে। এ ছাড়া পরবর্তী জীবনে একজন সফল ব্যবসায়ী বা উদ্যোক্তা হতে হলে শিক্ষার্থীদের উচ্চশিক্ষিত হওয়ার পাশাপাশি মানবিক গুণসম্পন্ন একজন সৎ ও পূর্ণাঙ্গ মানুষ হতে হবে।
অনুষ্ঠানে শামীম আহসান আরো বলেন, আজকের এই বিজনেস ফেস্টের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যবসায়ের নানা বিষয় ও উদ্যোগ সম্পর্কে জানতে পারছে। তারা এখান থেকে অনুপ্রেরণা নিতে পারবে। আর এর মাধ্যমেই হয়তো বাংলাদেশ থেকে একদিন ফেসবুক, গুগল, অ্যাপল কিংবা ফোর্ডের মতো বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানি তৈরি হবে। তাই নিয়মিত এ ধরনের আয়োজনের প্রয়োজন রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও, হেড অব গাইডেন্স ফাদার সুশান্ত এ গোমেজ প্রমুখ।
দুদিনের এই উৎসবে দেশের শীর্ষস্থানীয় স্কুল ও কলেজ অংশ নিয়েছে। রয়েছে বিজনেস অলিম্পিয়াড, ম্যানেজমেন্ট অলিম্পিয়াড, বিজনেস জেনারেল নলেজ অলিম্পিয়াড, রিউবিক কিউব চ্যালেঞ্জ, ফটোগ্রাফি কনটেস্ট, আইকন ওয়ার্কশপ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।