জিয়াউর রহমানের অবদানের বই পুড়িয়ে ফেলা হচ্ছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, সরকারি গ্রন্থাগারগুলোতে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান নিয়ে যত বই আছে তা সরকারি উদ্যোগে পুড়িয়ে ফেলা হচ্ছে।
আজ শুক্রবার রাজধানীতে ‘মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান’ শীর্ষক এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন। urgentPhoto
এ সময় বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘যাঁর কাছ থেকে জীবিত মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ খেতাব বীর উত্তম পেলেন তাঁর দলের কিছু লোক (নতুন নতুন লোক) বলেন, জিয়াউর রহমান নাকি পাকিস্তানের চর ছিলেন। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। আরে ভাই, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা না হলে বাংলাদেশে একটাও মুক্তিযোদ্ধা নেই। তাঁদের নেতা কি তাহলে একজন পাকিস্তানের চরকে বীর উত্তম খেতাব দিয়েছেন? তাঁদের নেতা কি কিছু জানতেন না?’
ইতিহাসকে রাষ্ট্রীয় হুকুম জারি করে বদলানো যায় না বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদ আয়োজিত এ আলোচনা সভায় ঘোষণা দেওয়া হয়, জিয়াউর রহমানের ওপর একটি পূর্ণাঙ্গ জীবনীভিত্তিক গ্রন্থ রচনার দায়িত্ব নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সংগঠনের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।