জয়পুরহাটে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’একজনের মৃত্যু

জয়পুরহাট সদর উপজেলার কোমরগ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. রেজাউল নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ বলছে, রেজাউল ডাকাতচক্রের সদস্য। তাঁর সঙ্গে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি ছুরি ও লোহার রড উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাঁকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে বগুড়ায় নেওয়া হয় তাঁকে।
পুলিশ আরো জানায়, বন্দুকযুদ্ধের সময় ডাকাতদের গুলিতে এক মোটরসাইকেল আরোহী আহত হন। তাঁর পরিচয় জানা যায়নি। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মোল্যা নজরুল ইসলাম জানান,
ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে গতকাল রাতে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কোমরগ্রাম এলাকায় যায় পুলিশ। ওই সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে রেজাউল নামের এক ডাকাতের দুই পায়ে গুলি লাগে। ওই সময় তাঁর অন্য সহযোগীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় রেজাউলকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।