মজুরির দাবিতে ভোমরা বন্দরে শ্রমিকদের কর্মবিরতি
ন্যায্য মজুরির দাবিতে কর্মবিরতি পালন করেছেন ভোমরা স্থলবন্দরের শ্রমিকরা। এ দাবিতে শ্রমিকরা আজ শনিবার বন্দরের পণ্য লোড-আনলোড করা বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন। এতে বন্দরের কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে। দুপুরের পর সিঅ্যান্ডএফ কর্মকর্তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা কর্মবিরতি তুলে নেন।
ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল ইসলাম জানান, বন্দরের ঠিকাদারি প্রতিষ্ঠান এসআইএস লজিস্টিক্যাল সিস্টেমের স্বত্বাধিকারী মনিরুজ্জামান শাহীন শ্রমিকদের গাড়িপ্রতি মাত্র ১৪০ টাকা মজুরি দিচ্ছেন। এ নিয়ে বারবার আশ্বাস দিলেও কর্তৃপক্ষ শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি বাস্তবায়ন করছে না।
বিষয়টি নিয়ে শ্রমিকরা আদালতে যান। সম্প্রতি হাইকোর্টও শ্রমিকদের পক্ষে রায় দিয়েছেন। কিন্তু তারপরও মজুরি কম দেওয়ায় শ্রমিকরা বাধ্য হয়ে কর্মবিরতি শুরু করেন বলে জানান শ্রমিক নেতা রেজাউল ইসলাম।
এদিকে ভোমরা স্থলবন্দরের পাঁচটি শ্রমিক ইউনিয়নের প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজে যোগ না দেওয়ায় বন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। বন্দরে দেখা দেয় পণ্যজট।
ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আরো জানান, দুপুরের পর ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ সমিতির আহ্বায়ক নাসিম ফারুক খান মিঠুসহ অন্যরা শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেন। তাঁরা দুর্গাপূজার পর বিষয়টি নিষ্পত্তি করবেন বলে আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে শ্রমিকরা তাঁদের কর্মসূচি প্রত্যাহার করে নেন।