গৌরনদীতে লঞ্চে পেট্রলবোমা হামলা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/01/30/photo-1422628089.jpg)
বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকাগামী মানসী-২ নামের একটি লঞ্চে পেট্রলবোমা ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা। এতে লঞ্চের দুই যাত্রী আহত হন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।
মানসী-২ লঞ্চের সুপারভাইজার হুমায়ুন কবীর জানান, বিকেলে তাঁরা গৌরনদী থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। সাড়ে ৫টার দিকে লঞ্চটি গৌরনদীর হাসনাবাদ এলাকা অতিক্রমকালে দূর থেকে কেউ পেট্রলবোমা ছুড়ে মারে।
এতে দুই যাত্রীর হাত পুড়ে গেছে এবং লঞ্চের একটি কেবিনের পর্দা পুড়ে গেছে।