গণতন্ত্র রক্ষায় ঐক্যের আহ্বান বিএনপি নেতার
গণতন্ত্র রক্ষার এক দফা দাবিতে সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। আর দেশের কোটিপতিদের তালিকা প্রকাশের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।
urgentPhoto
আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন এ দুই বিএনপি নেতা।
আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন, বিনা ভোট এবং প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় চেপে বসা সরকার একে একে কেড়ে নিচ্ছে মানুষের সব অধিকার, চরম সংকটের দিকে যাচ্ছে দেশ।
সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘দলমত নির্বিশেষে এক দফা আন্দোলনে এগিয়ে যেতে হবে। এক দফা আন্দোলন সফল হলে, যার যার আদর্শভিত্তিক যে কর্মসূচি রয়েছে তা নিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল এগিয়ে যাবে। এখন দফা একটা, সেটা হলো গণতন্ত্র প্রতিষ্ঠা।’
উন্নয়নের নামে শুধু কমিশন বিতরণ আর লুটপাট চলছে অভিযোগ করে অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহমদ বলেন, ‘প্রকৃত সত্যকে সব সময়ই আড়াল করতে ব্যস্ত সরকার।’ তিনি বলেন, ‘...দু হাজার ৩৬৫ জন কোটিপতি ছিলেন। গত পাঁচ বছরে তার দ্বিগুণ হয়েছে। এ কোটিপতির হিসাব আমাদের দিন। এ পাঁচ বছর তো বিএনপি ছিল না। ২০ দল ক্ষমতায় ছিল না। এ টাকা তো কোনো শিল্প উন্নয়নে ব্যবহার হচ্ছে না।’
ইতিহাস এ সরকারকেও কোনোদিন ক্ষমা করবে না বলে সতর্ক করে দেন বিএনপি নেতারা।