টিঅ্যান্ডটির সাবেক কর্মকর্তা মফিজুর রহমানের ইন্তেকাল
সাবেক টিঅ্যান্ডটির অবসরপ্রাপ্ত কর্মকর্তা গাজীপুর শহরের নলজানী এলাকার বিশিষ্ট সমাজসেবক এ কে এম মফিজুর রহমান (৭৭) আর নেই। রোববার বিকেল ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গাজীপুরের সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ কে এম মফিজুর রহমান চাঁদপুর জেলা সদরের আলগী পাঁচগাঁওয়ের মরহুম মৌলভী মো. হাবিবুর রহমানের ছোট ছেলে। তিনি দৈনিক জনকণ্ঠের গাজীপুর জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান টিটুর বাবা এবং এনটিভি ও আমার দেশ পত্রিকার গাজীপুর প্রতিনিধি নাসির আহমেদের শ্বশুর।
মফিজুর রহমান লিভার সিরোসিস ও ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।