রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রী, বিচারপতি, সংসদ সদস্যদের বেতন ও ভাতা বাড়ছে। এ সংক্রান্ত সংশোধনী আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বিষয়টি উল্লেখ করেন।
সচিব জানান, বৈঠকে রাষ্ট্রপতির বেতন-ভাতা (সংশোধনী) ২০১৫ আইন, প্রধানমন্ত্রীর বেতন-ভাতা (সংশোধনী) ২০১৫ আইন, মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীর বেতন-ভাতা (সংশোধনী) ২০১৫ আইন, স্পিকার-ডেপুটি স্পিকারের বেতন-ভাতা (সংশোধনী) ২০১৫ আইন, সংসদ সদস্যদের বেতন-ভাতা (সংশোধনী) ২০১৫ আইন, সুপ্রিম কোর্টের বিচারকদের বেতন-ভাতা (সংশোধনী) ২০১৫ আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বর্তমানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বেতন যথাক্রমে ৬১ হাজার ২০০ ও ৫৮ হাজার ৬০০। খসড়া আইনে তাঁদের বেতন এক লাখ ২০ হাজার ও এক লাখ ১৫ হাজার করার প্রস্তাব করা হয়েছে।