ঝিনাইদহে সবজিবাহী ট্রাক উল্টে ব্যবসায়ী নিহত
ঝিনাইদহ সদর উপজেলায় সবজিবাহী ট্রাক উল্টে আনিসুর রহমান (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় সোহরাব হোসেন নামের আরো এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার ভোর ৫টার দিকে উপজেলার খড়িখালী নামক স্থানে ঝিনাইদহ-যশোর সড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আনিসুরের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার দহখোলা গ্রামে। আহত সোহরাবও একই গ্রামের বাসিন্দা।
ঝিনাইদহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব-স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, নিহত আনিসুর ও সোহরাব সবজি ব্যবসায়ী। আজ ভোরের দিকে ট্রাকযোগে কুমড়া নিয়ে রংপুর থেকে যশোরের দিকে যাচ্ছিলেন তারা। তাঁরা ট্রাকের উপরে ছিলেন। ট্রাকটি ঝিনাইদহের খড়িখালী নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ট্রাকের উপরে থাকা আনিসুর।
দুর্ঘটনায় অপর ব্যবসায়ী সোহরাবও গুরুতর আহত হন বলে জানান আব্দুর রউফ। তিনি বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।