পূজায় ভোমরা বন্দর সাতদিন বন্ধ
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র আশুরা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সাতদিন বন্ধ থাকবে।
আজ সোমবার থেকে আগামী ২৫ অক্টোবর (রোববার) পর্যন্ত ভোমরা-ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে কোনো আমদানি-রপ্তানি পণ্য পরিবহন করা হবে না। ২৬ অক্টোবর (সোমবার) থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নাসিম ফারুক খান মিঠু জানান, দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী এই ছুটি নেওয়া হয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতে পাসপোর্টধারী যাতায়াতকারীদের চলাচল স্বাভাবিক থাকবে।
এদিকে ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি কান্তি দত্তও বিষয়টি নিশ্চিত করেছেন।