হত্যার দায়ে স্বামীর ফাঁসি, স্ত্রী ও দুই ছেলের যাবজ্জীবন
সদর উপজেলার কালিতলার বাহার ইঞ্জিনিয়ারিংয়ের মালিক সহিদুল ইসলাম হত্যা মামলায় একই পরিবারের একজনকে ফাঁসি এবং তিনজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন বগুড়ার একটি আদালত।
আজ সোমবার আসামিদের উপস্থিতিতে বগুড়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ আদেশ দেন। এ সময় এক প্রতিবেশীকেও যাবজ্জীবন সাজা দেওয়া হয়।
ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত মো. বেলাল হোসেন বিলু উপজেলার কালিতলা এলাকারই বাসিন্দা। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন বিলুর স্ত্রী মোছা. নাসিমা খাতুন, তাদের দুই ছেলে মো. নাদিম মিঞা ও মো. আজম মিঞা এবং বিলুর প্রতিবেশী মো. রায়হান মিঞা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পিপি নাসিমুল করিম, বাদীপক্ষের আইনজীবী হাবিবুর রহমান ও তাজ উদ্দিন আহমেদ মামলার বরাত দিয়ে জানান, ২০০৬ সালের ২৭ জনু সহিদুল ইসলাম নিজের কারখানা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। এ ঘটনার পর নিখোঁজের বড় ভাই শাহিনুর ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
১ জুলাই প্রতিবেশী বেলাল হোসেন বিলুর বাড়ির পাশের ডোবা থেকে সহিদুলের লাশ উদ্ধার করা হয়।