সীমানায় গাছের ডাল, প্রতিবেশীকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় সীমানায় গাছের ডাল পড়া নিয়ে সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন।
আজ বুধবার সকাল ৬টার দিকে উপজেলার বসন্তপুর গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম রোকন মণ্ডল (৪৫)। তিনি বসন্তপুর গ্রামের রাহান মণ্ডলের ছেলে। এ ছাড়া আহতরা সবাই একে অপরের আত্মীয়।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান জানান, গতকাল মঙ্গলবার রাতে কালবৈশাখীতে প্রতিবেশী চাচাতো ভাইয়ের গাছের ডাল ভেঙে ওলিয়ার রহমানের বাড়ির ওপর পড়ে। এ ঘটনায় চাচাতো ভাইদের মধ্যেই দুপক্ষ তৈরি হয়ে বাকবিতণ্ডা শুরু হয়।
এর জের ধরে আজ ভোরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে রোকনসহ ছয়জন আহত হন। আহত অবস্থায় তাঁদের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর রোকন মণ্ডল মারা যান।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানান ওসি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।