Beta

বোয়ালখালীতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

১৯ এপ্রিল ২০১৯, ১৮:৫০

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গাছ থেকে পড়ে ফরিদুল আলম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার মধ্যম কধুরখীল জানালী মাঝির বাড়িতে গাছের ডালপালা কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদুল মধ্যম কধুরখীল জানালী মাঝির বাড়ির ইয়াকুব আলীর ছেলে। তিনি উপজেলার একটি শিল্প-কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর দুই ছেলেসম্তান রয়েছে।

নিহতের মামা ফজলুল হক জানান, ফরিদুল শুক্রবার সকালে ডালপালা কাটতে গাছে উঠে পা পিছলে পড়ে গুরুতর আহত হন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিশ্বজিৎ পাল বলেন, ফরিদুল আলম নামের এক যুবককে গুরুতর আহত অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement