আশাশুনিতে নিজ ঘরে বিধবার লাশ
সাতক্ষীরার আশাশুনিতে নিজ ঘর থেকে মনোয়ারা খাতুন (৩০) নামের এক বিধবার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ২টার দিকে উপজেলার গুচ্ছগ্রামের ছাপড়া ঘরটি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাঁর বাবা আবদুল খালেক মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, ‘স্বামী আবুল কালামের মৃত্যুর পর থেকে সে এই ঘরে একাই বসবাস করত।’
ময়নাতদন্তের জন্য মনোয়ারার লাশ সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, রাতেই মনোয়ারার বাবার কাছে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যান। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং ধর্ষণ ও হত্যায় কয়েকজন অংশ নিয়েছিল।’