ঝিনাইদহে ৪ পা বিশিষ্ট মুরগির সন্ধান
ঝিনাইদহে ৪ পা বিশিষ্ট একটি মুরগির সন্ধান পাওয়া গেছে। জেলা শহরের ওয়াপদা বাজারের মুরগি বিক্রেতা শাহাদত হোসেনের দোকানে মুরগিটি দেখতে ভিড় করছেন ক্রেতারা।
এ বিষয়ে আজ সোমবার দুপুরে শাহাদত হোসেন জানান, তিনদিন আগে জেলা শহরের হামদহ আবদুল ওহাবের ফার্ম থেকে সোনালি জাতের এক ভ্যান মুরগি কিনে আনেন তিনি। ভ্যান থেকে দোকানের খাচায় ভর্তি করার সময় ৪ পা বিশিষ্ট একটি মুরগি চোখে পড়ে তাঁর।
শাহাদত জানান, মুরগিটির স্বাভাবিক দুটি পায়ের পেছন দিক থেকে আরো দুটি পা বের হয়েছে। মুরগিটি দুই পায়ের ওপর ভর করে হাঁটতে পারলেও অন্য পা দুটি নড়াচড়া করে থাকে।
শাহাদত হোসেন আরো জানান, আধা কেজি ওজনের মুরগিটি কেনার জন্য অনেকেই চেষ্টা করেছেন। কিন্তু তিনি বিক্রি করেননি। বিস্ময়কর মুরগিটি দেখতে অনেকেই তাঁর দোকানের ভিড় করছেন।