কুমিল্লায় ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ফালগুনকরায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল শনিবার গভীর রাতে ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।
নিহতরা হলেন ভোলার সদর উপজেলার মাইনকার হাট গ্রামের মো. মমতাজ মিয়া (৫০) ও একই উপজেলার উত্তর দীঘলদি গ্রামের বাচ্চু মিয়া (৪০)।
এ ছাড়া আহত শ্রমিকরা হলেন ভোলার মনপুরা উপজেলার চরজমিন গ্রামের মো. তৈয়ব (২৮) ও ভোলা সদর উপজেলার দীঘলদি গ্রামের জামাল হোসেন (৪২)। তাঁদের স্থানীয় উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ আল-মাহফুজ বার্তা সংস্থা ইউএনবিকে জানান, ঢাকা থেকে জেনারেটরবাহী একটি ট্রাক চট্টগ্রাম যাচ্ছিল। চৌদ্দগ্রাম পৌর এলাকার ফালগুনকরায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে জেনারেটরে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হন। আহত হন আরো দুজন।