শরীয়তপুরে নিরাপদ সড়ক দিবস পালিত
‘চালক-মালিক, যাত্রী-পথচারী ভাই ভাই, সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ চাই’ প্রতিপাদ্যে শরীয়তপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ইকবাল হোসেন অপু। র্যালি শেষে শহীদ মিনার চত্বরে নিরাপদ সড়ক চাই শরীয়তপুর জেলা শাখার সভাপতি মো. সেকান্দার আলম রিন্টুর সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেল সুপার কামরুল হাসান, নিসচা কেন্দ্রীয় কমিটির সদস্য সুশীল চন্দ্র বাছার, শরীয়তপুর জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সী, জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট মাসুদুর রহমান, আবদুস সামাদ বেপারী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক যেন হয় শান্তির, মৃত্যুর নয়—এ বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। এ সময় সড়ক দুর্ঘটনারোধে তাঁরা সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান।