গরু নয়, ভারত থেকে বাংলাদেশে পাচার হচ্ছে মাংস!
গরু নয়, এবার সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসছে ভারতীয় গরুর মাংস। আর দাম কম হওয়ায় সীমান্তের হাট-বাজারে তা বিক্রিও হচ্ছে দেদার, প্রতি কেজি ২২০ টাকা মাত্র।
আজ শুক্রবার ভোরে সাতক্ষীরার কলারোয়ার মুক্তিবাড়ীর মোড় থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ২১৫ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ করেছেন। একই সময়ে জব্দ করা হয়েছে ভারত থেকে আসা দুই হাজার ডিম ও বিভিন্ন ফল।
বিজিবির তলুইগাছা ক্যাম্প কমান্ডার সুবেদার হায়দর আলী জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মুক্তিবাড়ীর মোড়ে বিজিবির একটি টহল দল অবস্থান নেয়। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গরুর মাংসসহ অন্যান্য পণ্য ফেলে রেখে পালিয়ে যায়।
হায়দর আলী বলেন, ‘সীমান্তপথে ভারতীয় গরু আসা বন্ধ হয়ে যাওয়ায় চোরাকারবারিরা ভারতীয় গরুর মাংস পাচারে নতুন কৌশল অবলম্বন করেছে।’