ইয়াবাসহ যুবলীগের সাবেক নেতা গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/26/photo-1424956699.jpg)
জামালপুরের সরিষাবাড়ী থেকে ইয়াবা ও হেরোইনসহ আব্দুল মান্নান মানু নামের যুবলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে মাদক বিক্রির আস্তানা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মান্নান স্থানীয় যুবলীগের কমিটিতে কোনো পদে না থাকলেও সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। তবে দলের সঙ্গে তাঁর কোনো রকমের সম্পৃক্ততা অস্বীকার করেছে যুবলীগ।
সরিষাবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি মন্টুলাল তেওয়ারী এনটিভি অনলাইনকে বলেন, ‘মানু এখন আর যুবলীগে সম্পৃক্ত নেই। তাই এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই।’
সরিষাবাড়ী থানার উপপরিদর্শক আব্দুল হাসিম জানান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মানু দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসা চালিয়ে আসছেন। তাঁর বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক সেবন ও মাদক ব্যবসার একাধিক অভিযোগ রয়েছে। বুধবার গভীর রাতে পোস্ট অফিস চত্বর রেলগেট এলাকায় তাঁর মাদক সেবন ও বিক্রির আস্তানায় অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট, দুই গ্রাম হেরোইনসহ মান্নানকে গ্রেপ্তার করা হয়।
আব্দুল মান্নানের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান আব্দুল হাসিম।