মির্জাপুরে মণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার
টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্সেসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরন। গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি এসব মণ্ডপ পরিদর্শন করেন।
মণ্ডপ পরিদর্শন শেষে ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের বলেন, সারা দেশে উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলেও উল্লেখ করেন।
কুমুদিনী কমপ্লেক্স, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী হাসপাতাল, মেডিকেল কলেজ, নার্সিং স্কুল ও কলেজসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন পঙ্কজ শরন। এ সময় কুমুদিনী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রাজীব প্রসাদ সাহা, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুক, স্থানীয় সংসদ সদস্য একাব্বর হোসেন, মির্জাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম আহমেদ উপস্থিত ছিলেন।