টাঙ্গাইল-৪ আসনে উপনির্বাচনের প্রচারণা শুরু

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে আজ শুক্রবার প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন। আগামী ৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত তাঁরা প্রচারণা করতে পারবেন।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী তাঁর গামছা প্রতীক নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে কালিহাতীর সহদেবপুর চৌরাস্তায় সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। এ সময় তিনি বলেন, সরকার ভালো একটি নির্বাচন উপহার দেওয়ার সুযোগ পেয়েছে। শুধুমাত্র জয়-পরাজয় নয়, মানুষের ভোটের সুযোগ করে দেওয়ার জন্য তিনি প্রার্থী হয়েছেন বলেও মন্তব্য করেন কাদের সিদ্দিকী।
এদিকে দুপুরে কালিহাতীর পাইকড়া ইউনিয়নের কাগুজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী। নির্বাচনী সমাবেশে তিনি ভোট প্রার্থনার পাশাপাশি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন। নির্বাচনী প্রচারণার প্রথমদিনে অন্য প্রার্থীরাও গণসংযোগ করেছেন।
এ আসনের উপনির্বাচনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের গতকাল বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়। কাদের সিদ্দিকীকে গামছা, আওয়ামী লীগের হাসান ইমাম খান সোহেল হাজারীকে নৌকা, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)-এর প্রার্থী আতাউর রহমানকে টেলিভিশন এবং ন্যাশনাল পিপলস পার্টির ইমরুল কায়েসকে আম প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
মোট ১৩টি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন গঠিত। মোট ভোটার সংখ্যা দুই লাখ ৮৯ হাজার ৯৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে এক লাখ ৪৩ হাজার ২৩২ জন আর মহিলা ভোটার এক লাখ ৪৬ হাজার ৭৬০ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ১০৭টি।
আগামী ১০ নভেম্বর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।