পুলিশ হত্যাকারীরাই বোমা হামলা করেছে : আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘এটা জঙ্গি হামলা নয়, এ ঘটনা পরিকল্পিত। গাবতলীতে পুলিশ হত্যার সাথে যারা জড়িত তারাই এ ঘটনা ঘটিয়েছে।’
urgentPhoto
আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর নাজিমউদ্দিন রোডে হোসেনি দালানের সামনে বোমা হামলায় আহত ব্যক্তিদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান শহীদুল হক। পরে হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, ‘দুদিন আগে আমাদের এক এএসআইকে হত্যা করা হয়েছে। সেই হত্যাকারীর সহযোগীকে আমরা গ্রেপ্তার করেছিলাম। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা কামরাঙ্গীর চর থেকে গ্রেপ্তার করলাম, ককটেল উদ্ধার করলাম। সে ককটেলের সাথে গতকালের যে ককটেল তার হুবহু মিল আছে। ‘তিনি জানান, স্বাধীনতাবিরোধীরা এ ঘটনা ঘটিয়েছে। আর এ ঘটনার পরিকল্পনা বগুড়া থেকে করা হয়েছে। সেখানে স্বাধীনতাবিরোধী যে একটি সংগঠন আছে তাদের গেপ্তার করা হয়েছে। সেখানে সংগঠনের কর্মকর্তারা ছিলেন।
এ ছাড়া সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী আহতদের দেখতে হাসপাতালে যান। এরপর তাদের অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
এদিকে এ ঘটনার পর পরই ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ বিষয়ে জানতে চকবাজার থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সাদিকুর এনটিভি অনলাইনকে বলেন, ‘এ ঘটনায় আটকের কোনো খবর অফিশিয়ালি আমার কাছে নেই। এ ছাড়া এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।’
বোমা বিস্ফোরণের পর থেকে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই স্থান ঘিরে রেখেছেন। দর্শনার্থীদের তল্লাশি করে ওই এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে।
তাজিয়া শব্দের অর্থ শোক বা সমবেদনা। কারবালার প্রান্তরে হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.)-এর শহীদ হওয়ার দিনটিকে স্মরণ করতেই শিয়া সম্প্রদায়ের মানুষ ১০ মোহররম তাজিয়া মিছিল করে। প্রতিবছরের মতো গতকাল শুক্রবার রাতেও মোহররম উপলক্ষে তাজিয়া মিছিলের শামিল হতে সমবেত হয়েছিল শিশু, নারী ও বৃদ্ধসহ প্রায় ২৫ হাজার মানুষ। এ সময় পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় সাজ্জাদ হোসেন সানজু নামের এক কিশোর নিহত হয়। আহত হয় শতাধিক মানুষ। তাদের ঢামেক ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালসহ (মিটফোর্ড) স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শুধু ঢামেকে চিকিৎসাধীন আছেন ১২ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
এদিকে আজ সকাল ১০টা ৩৫ মিনিটে হোসেনি দালানের সামনে থেকে তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়ের লোকজন। মিছিলটি পুরান ঢাকার বকশি বাজারে আলিয়া মাদ্রাসা, নিউমার্কেট হয়ে মোহাম্মদপুরে শিয়া মসজিদে গিয়ে শেষ হয়। পুলিশের কড়া প্রহরায় মিছিল করে শিয়া সম্প্রদায়ের মানুষজন ।