শালিখায় যুবককে কুপিয়ে হত্যা, আটক ৭
মাগুরায় শালিখা উপজেলায় আরব আলী লস্কর (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকাল ৭টার দিকে উপজেলার গঙ্গারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে স্থানীয় যুবলীগ নেতা ফরিদ হোসেনসহ সাতজনকে আটক করেছে পুলিশ।
আরব আলী লস্করের বাড়ি গঙ্গাপুর গ্রামে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ মাগুরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামালার প্রস্তুতি চলছে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ জানান, গঙ্গারামপুর গ্রামের ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন ও ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি ডলার মিয়ার মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে আজ সকালে ডলার গ্রুপের সমর্থক আরব আলী লস্করকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন ফরিদ ও তাঁর সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে আরব আলীর মৃত্যু হয়।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. তারিকুল ইসলাম তারিক ঘটনাস্থল থেকে বলেন, এ ঘটনায় ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেনসহ সাতজনকে আটক করা হয়েছে।