পুরান ঢাকায় বোমা বিস্ফোরণে বিএনপি-জামায়াত জড়িত : আ.লীগ
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেছেন, মোহররমের তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে পুরান ঢাকায় হোসনি দালান এলাকায় বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনার পেছনে বিএনপি-জামায়াতের হাত রয়েছে।
ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে আজ শনিবার আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
মাহাবুব-উল-আলম হানিফ বলেন, আন্দোলনে ব্যর্থ বিএনপি-জামায়াত মিলেই দেশকে অস্থিতিশীল এব সরকারকে ব্যর্থ প্রমাণ করতে পরিকল্পিতভাবে একের পর এক নাশকতা করছে।
জানা গেছে, জেল হত্যা দিবস উপলক্ষে ৩ নভেম্বর দলের কর্মসূচি ঠিক করতেই এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর সিদ্ধান্ত অনুযায়ী, ৩ নভেম্বর সারা দেশে আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় চার নেতার কবরসহ ১৫ আগস্ট নিহত সবার কবরে শ্রদ্ধা জানানো হবে। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ নভেম্বর বিদেশ সফরে থাকবেন। তাই জেল হত্যা দিবস উপলক্ষে ২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।