ঢাকায় শিয়াদের ওপর হামলার দায় স্বীকার আইএসের!
পুরান ঢাকার হোসেনী দালান এলাকায় শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলার ঘটনায় দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। উগ্রপন্থী বার্তা প্রচার ও প্রচারণা পর্যবেক্ষক প্রতিষ্ঠান ‘সাইট’ এ খবর দিয়েছে। ওয়েবসাইটটির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সও এ খবর দিয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট সার্চ ফর ইন্টারন্যাশনাল টেররিস্ট এনটিটিসও (এসআইটিই) তথ্যটি জানিয়ে খবর প্রকাশ করে।
আইএস দাবি করে পাঠানো একটি অ্যাকাউন্ট থেকে বোমা হামলার ঘটনায় দায় স্বীকার করা হয়েছে বলে সাইট জানিয়েছে। সাইটের প্রকাশ করা আইএসের বিবৃতিটি আরবিতে লেখা। এতে বলা হয়, ‘বাংলাদেশে খিলাফতের সৈন্যরা’ ঢাকা শহরে ‘মুশরিকদের ধর্মানুষ্ঠানে’ হামলা চালাতে সক্ষম হয়েছে।
এর আগে ঢাকায় ইতালির নাগরিকের ওপর হামলা এবং পরে রংপুরে জাপানের নাগরিকের ওপর হামলার পর সাইট-এ আইএসের দায় স্বীকারের বিবৃতি প্রকাশিত হয়েছিল।
গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মহরমের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় পুরান ঢাকার হোসেনী দালানে ভয়াবহ গ্রেনেড হামলা করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা পরপর ছয়টি হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় নিহত হয় একজন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, আহত হয়েছে আরো প্রায় অর্ধশত মানুষ। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর আজ সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করা জন্য একটি ষড়যন্ত্র চলছে, তারই অংশ হিসেবে এই হামলা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, হামলায় গ্রেনেড ব্যবহার করা হয়েছে। এর আগে চট্টগ্রামে উদ্ধার হওয়া গ্রেনেডের সঙ্গে এগুলোর মিল আছে বলে জানিয়েছে র্যাব ।
এ ছাড়া প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী মনে করেন যে এটি একটি ‘সন্ত্রাসী কাজ’ এবং তিনি বলেন এই ঘটনার জন্য দায়ীদের ছাড়া যাবে না।