অভিনেত্রী মায়া ঘোষ আর নেই
মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র অভিনেত্রী মায়া ঘোষ আর নেই। আজ রোববার সকাল ৮টা ৪৫ মিনিটে তিনি মারা গেছেন। খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে দীপক ঘোষ।
দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন মায়া ঘোষ। ২০০০ সালে তাঁর ক্যানসার ধরা পড়ে। কলকাতার সরোজ গুপ্ত ক্যানসার হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন তিনি। টানা নয় বছর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেন তিনি। কিন্তু এর পরে তাঁর কিডনি ও লিভারে সমস্যা দেখা দেয়।
২০১৮ সালের শেষ দিকে আবার ক্যানসার ধরা পড়লে তাঁকে ফের সরোজ গুপ্ত ক্যানসার হাসপাতালে নেওয়া হয়। ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। গত ১৫ এপ্রিল দেশে আনা হয় তাঁকে। এরপর যশোর কুইন্স হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান তিনি। যশোরের নীলগঞ্জ শ্মশানে আজ বিকেলে তাঁকে দাহ করা হবে বলে জানান দীপক ঘোষ।
যশোরের মনিরামপুর উপজেলার প্রতাপকাটি গ্রামে জন্মগ্রহণ করেন মায়া ঘোষ ১৯৪৯ সালের ৩১ ডিসেম্বর। তাঁর বাবার নাম শংকর প্রসাদ গাঙ্গুলী।
১৯৮১ সালে ‘পাতাল বিজয়’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় মায়া ঘোষের অভিষেক হয় ১৯৮১ সালে। দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া মঞ্চ ও টিভি নাটকেও অভিনয় করেছেন তিনি।
এই অভিনেত্রী ছিলেন মুক্তিযাদ্ধাও। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় কলকাতায় বাংলাদেশি শরণার্থী শিবিরে মুক্তিযোদ্ধাদের রান্না করে খাওয়ানোর কাজ করেছেন তিনি।