মধুপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ৪

টাঙ্গাইলের মধুপুর উপজেলার গাঙ্গাইর এলাকায় পণ্যবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুর্ঘটনাস্থলেই মারা যান তিনজন। তাঁরা হলেন মধুপুরের দেউলাবাড়ী গ্রামের আবদুল খালেক (৪৪) ও বেকারকোনা গ্রামের জনি (২০), একই গ্রামের আনোয়ার হোসেন (২৫) ও ঘাটাইল উপজেলার খিলগাতি গ্রামের আবদুল মালেক (৬০)। আহত হবিবর রহমান (৪৫) ও সিএনজিচালক আবদুল বারেককে (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার হয়েছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।