তালায় আহত সাংবাদিকের ‘আত্মহত্যা’
সড়ক দুর্ঘটনায় আহত সাতক্ষীরার তালা উপজেলার সাংবাদিক এম এম ফজলুল হক (৬০) বিষাক্ত কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম ইসলাম রেজা জানান, উপজেলার মাছিয়াড়া গ্রামের নিজ বাড়িতে গতকাল শনিবার রাতের কোনো এক সময়ে সাংবাদিক ফজলুল হক কীটনাশক পান করেন। আজ রোববার সকালে পরিবারের সদস্যরা শয়নকক্ষে গিয়ে তাঁর মরদেহ দেখতে পান। এ সময় কীটনাশকের একটি বোতল তাঁর বিছানায় পাওয়া যায়।
ফজলুল হক ২০০০ সালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গু হয়ে পড়েন। এ ছাড়া বছর খানেক ধরে তিনি কিছুটা মানসিকভাবে অপ্রকৃতিস্থ ছিলেন বলে তাঁর পরিবারের দাবি। ফজলুল হক দুই ছেলে সন্তানের জনক। তিনি খুলনা থেকে প্রকাশিত দৈনিক তথ্যপ্রবাহ, পূর্বাঞ্চল এবং ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পাঞ্জেরি ও দৈনিক জনতার তালা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।