লক্ষ্মীপুরে গ্যাসের দাবিতে নারীদের মানববন্ধন
লক্ষ্মীপুরে গ্যাস সংকট নিরসন ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ক্ষুব্ধ গ্রাহকেরা। আজ রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। পৌরসভার বিভিন্ন এলাকা থেকে শতাধিক নারী ও শিশু মানববন্ধনে অংশ নেয়।
এ সময় বক্তারা জানান, সকাল ৬টার পর গ্যাস চলে যায়। রাত ১২টার দিকে একটু আসে। এতে রান্নাবান্নার কাজে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। এদিকে গ্যাসের দামও বেড়েছে। অন্যদিকে সময় মতো রান্না করতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে হয়। যার সামর্থ্য অনেকেরই নেই। গত ছয় মাস ধরে লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর, সমসেরাবাদ, আবিরনগর, লাহারকান্দি এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দিচ্ছে। শিশুদের না খেয়ে স্কুলে পাঠানোসহ পরিবারের অন্য সদস্যদের না খেয়ে দিন কাটাতে হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।