‘বোমা বানাতে’ গিয়ে বিস্ফোরণ, কব্জি বিচ্ছিন্ন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/05/28/photo-1559018934.jpg)
মাদারীপুরের কালকিনি উপজেলায় বিস্ফোরণে এক যুবকের কব্জি উড়ে গেছে। পুলিশ জানিয়েছে, বোমা বানাতে গিয়ে ওই বিস্ফোরণ ঘটে।
আহত যুবকের নাম মহিউদ্দিন (১৮)। গতকাল সোমবার উপজেলার লক্ষ্মীপুর এলাকায় ওই ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
পুলিশ ও স্থানীয়দের অভিযোগ, গতকাল নিজেদের বাড়ির পাশের একটি নির্জন বাগানে বসে বোমা তৈরি করছিলেন মহিউদ্দিন। সে সময় হঠাৎ একটি বোমা বিস্ফোরিত হয়। এতে করে মহিউদ্দিনের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে মহিউদ্দিনকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন বলেন, ‘বোমা বানাতে গিয়ে (মহিউদ্দিনের) হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’