শেরপুরে ছাত্রদল, যুবদলের তিন নেতা কারাগারে

নিজ দলের এক নেতার ওপর হামলা মামলায় শেরপুর জেলা ছাত্রদলের সভাপতিসহ ছাত্রদল ও যুবদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাতে গ্রেপ্তার করার পর আজ রোববার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান রূপম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে আলম ও সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম তুহিন।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ধলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বাদী হয়ে গ্রেপ্তার হওয়া তিনজনসহ ছয়জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগে বলা হয়েছে, গত শুক্রবার বিকেলে আসামিরা মিজানুর রহমানকে শেরপুর শেখহাটিতে ইদ্রিসিয়া আলিম মাদ্রাসার গেটের কাছে প্রাণনাশের উদ্দেশ্যে তাঁর ওপর হামলা চালান।
অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সেটি মামলা হিসেবে নেয় এবং শনিবার দিবাগত রাতে শেরপুর সদর থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।