শিবপ্রসাদ রায় চৌধুরী আর নেই
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পাবনা জেলা কমিটির সভাপতি কমরেড সন্তোষ রায় চৌধুরীর বাবা শিবপ্রসাদ রায় চৌধুরী (৯৪) শনিবার ভোরে পাবনা জেলার ভাঙুড়া উপজেলার অষ্টমণিষা গ্রামের নিজ বাড়িতে বাধ্যর্কজনিত কারণে মৃত্যুবরণ করেন।
শিবপ্রসাদ রায় চৌধুরী ছয় ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পাবনা জেলা কমিটি, ঈশ্বরদী উপজেলা কমিটি, বাংলাদেশ কৃষক সমিতি পাবনা জেলা কমিটি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পাবনা জেলা সংসদ, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি পাবনা জেলা কমিটি গভীর শোক প্রকাশ করেছে।