ঝিনাইদহে মাইক্রোবাসের ধাক্কায় স্কুলছাত্রীসহ দুজন নিহত
ঝিনাইদহ সদর উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় স্কুলছাত্রীসহ দুজন নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল ৯টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পোড়াহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঘোড়ামারা গ্রামের মোহন ফকিরের ছেলে এনামুল (১৮) ও পোড়াহাটি গ্রামের আবুল কাশেমের মেয়ে তাসলিমা (১৪)। নিহত তাসলিমা মুক্তিযোদ্ধা মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার জানান, আজ বুধবার ঢাকা থেকে একটি মাইক্রোবাস ঝিনাইদহের দিকে যাচ্ছিল। এ সময় বাইসাইকেল চালিয়ে শহরের দিকে যাচ্ছিলেন এনামুল। মাইক্রোবাসটি পোড়াহাটি এলাকায় পৌঁছালে ওই বাইসাইকেলকে ধাক্কা দেয়। এরপর পথচারী স্কুলছাত্রী তাসলিমাকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় বাইসাইকেলে থাকা এনামুল ও পথচারী তাসলিমা গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।