মুরগির ধান খাওয়া নিয়ে খুন, লাশ পুঁতে রাখা হয় উঠোনে
রাজশাহীর তানোর উপজেলায় বাড়ির উঠান থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের পুত্রবধূকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার প্রকাশনগর আদর্শ গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোমেনা বেগম (৪৫) ওই গ্রামের রমজান আলীর স্ত্রী। আটক সখিনা বেগম তাঁর ছেলে মোস্তাফিজুর রহমানের স্ত্রী।
এলাকাবাসীর বরাত দিয়ে তানোর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম জানান, দুপুরে বাড়িতে মোমেনা বেগম ও তাঁর ছোট ছেলে মোস্তাফিজুর রহমানের স্ত্রী সখিনা বেগম ছিলেন। মোস্তাফিজুর রহমান ধান কাটার কাজে এখন খুলনায় অবস্থান করছেন।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক পুত্রবধূ সখিনা বেগম নিজেই শাশুড়িকে হত্যা করে মাটিতে মৃতদেহ পুঁতে রাখার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, সকালে বাড়িতে ধান শুকানোর সময় মুরগি এসে ধান খায়। এ ঘটনাকে কেন্দ্র করে শাশুড়ি মোমেনা বেগম তাঁকে মারধর করেন। দুপুরে তাঁর শাশুড়ি ঘুমাতে যান। তখন বাঁশ দিয়ে তিনি শাশুড়ির মাথায় আঘাত করেন। এতেই শাশুড়ি মারা যান। এরপর বাড়ির আঙিনায় বড় চুলার নিচে গর্ত করে মোমেনাকে মাটিচাপা দেন।
‘সখিনা বেগম পাশের বাড়িতে গিয়ে তাঁর জা মমিনুলের স্ত্রী রীনাকে বিষয়টি জানান। এরপর বিষয়টি প্রতিবেশীদের মধ্যে ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় স্থানীয় পৌরসভার কাউন্সিলর আবুল বাশারসহ প্রতিবেশীরা গিয়ে মোমেনা বেগমের দুই পুত্রবধূ সখিনা ও রীনাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মাটি খুঁড়ে মোমেনা বেগমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়,’ যোগ করেন তানোর থানার পরিদর্শক।