কাঁঠালবাড়ী ঘাটে অনিয়মের অভিযোগে ৩ বাস কাউন্টার বন্ধ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/06/03/photo-1559535874.jpg)
মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ঘাটে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে তিনটি বাস কাউন্টার বন্ধ করে দিয়েছে প্রশাসন।
রোববার ভাড়া নিয়ন্ত্রণ ও যাত্রী হয়রানি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের পরিচালিত অভিযানে ওই তিন বাস কাউন্টার বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসি, উপজেলা প্রশাসন ও পুলিশের সূত্রে জানা যায়, রোববার সকাল থেকেই স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেকোনো রকমের যাত্রী হয়রানি ঠেকাতে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় বেশি ভাড়া আদায়ের অভিযোগে তিনটি বাস কাউন্টার বন্ধ করে দেওয়া হয়।
শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুদ্দিন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার আবির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আল নোমান, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই অভিযানে অংশ নেন।
এদিকে রোববার কাঁঠালবাড়ী ঘাটে হাতেনাতে এক পকেটমারকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ঈদ উপলক্ষে দেশের ব্যস্ততম কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় নানারকম অপরাধ বৃদ্ধির আশঙ্কা থাকে। প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে সজাগ থাকার কথা জানিয়েছেন কর্মকর্তারা।
ইউএনও আসাদুজ্জামান বলেন, ‘প্রশাসন ভাড়া নিয়ন্ত্রণে কাজ করছে। অতিরিক্ত ভাড়া নেওয়ায় তিন বাস কাউন্টার বন্ধ করা হয়েছে। এক পকেটমারকে আটক করেছে র্যাব।’