গোয়ালন্দে হেরোইনসহ একজন গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দ থানার পুলিশ আজ মঙ্গলবার দুপুরে দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে ১০৫ গ্রাম হেরোইনসহ নূরজাহান বেগম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি যশোর সদর উপজেলার বেজপাড়া গ্রামে।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া যৌনপল্লীর পোড়াভিটা এলাকায় মাদক বিক্রিকালে নূরজাহানকে হাতেনাতে আটক করে ১০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ থানায় একটি মামলা হয়েছে।